রবিবার, ২৭ জুলাই, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫, ১২:৫৮

প্রশাসনের সহযোগিতা দাবি

ফরিদগঞ্জে মাদকবিরোধী জনতার হুঁশিয়ারি

মোহাম্মদ সানাউল হক
ফরিদগঞ্জে মাদকবিরোধী জনতার হুঁশিয়ারি

ফরিদগঞ্জ পৌরসভার চরকুমিরা ও আশপাশের এলাকার সর্বস্তরের জনগণের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজ শেষে চরকুমিরা মহব্বত আলী মিজি বাড়ি মসজিদের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে চরমথুরা ও চির্কা চাঁদপুর পাটোয়ারী বাড়িসহ আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মহব্বত আলী মিজি বাড়ির সামনে গিয়ে শেষ হয়।

এই মাদকবিরোধী কর্মসূচিতে অংশ নেন ফরিদগঞ্জ পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আহমেদ মাহমুদুল ইসলাম মাহমুদ, পৌরসভার ৯নং ওয়ার্ড সহ-সভাপতি গোলাপ শেখ, ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. ইলিয়াস গাজী, হেলাল মিজি, মিলন রাড়ী, সুমন হাজীসহ চরকুমিরা, চরমথুরা ও চির্কা চাঁদপুর এলাকার হাজারো মানুষ।

বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে বক্তারা বলেন, “আমাদের এলাকাকে মাদকের বিষে আক্রান্ত হতে দিচ্ছি না। চরকুমিরার প্রতিটি গলি, প্রতিটি ঘরে ঘরে আমরা সচেতনতা ছড়িয়ে দেবো। মাদকের ব্যবসায়ী কিংবা এর সাথে যুক্ত কেউ পার পাবে না। যদি দরকার হয়, আমরা মাদকের বিরুদ্ধে লড়াই করতে জীবন বাজি রাখবো।” বিক্ষোভকারীরা আরো বলেন, “মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। আজকের যুব সমাজই আগামী দিনের দেশ গড়ার হাতিয়ার। তাদের হাতে যদি মাদক তুলে দেওয়া হয়, তাহলে পরিবার, সমাজ আর রাষ্ট্র সবকিছু ধ্বংস হয়ে যাবে। তাই আমরা শপথ নিচ্ছি—এই অঞ্চলে মাদক প্রবেশ করতে দেওয়া হবে না, আর কেউ মাদক ব্যবসা করার সাহস পাবে না।”

বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “মাদক নির্মূলে আমাদের পাশে থাকুন। যারা মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নিন। সাধারণ মানুষ হিসেবে আমরা মাদকবিরোধী আন্দোলন চালিয়ে যাবো, কিন্তু প্রশাসনের কার্যকর ভূমিকা না থাকলে এই অভিশাপ দূর করা কঠিন হবে।”

বিক্ষোভ শেষে সাধারণ মানুষ মাদকবিরোধী শপথ নিয়ে বলেন, “আমাদের সন্তানদের ভবিষ্যৎ বাঁচাতে, সমাজ বাঁচাতে, প্রজন্ম বাঁচাতে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবো। প্রয়োজনে রাত-দিন পাহারা দেবো, কিন্তু মাদকের থাবা থেকে এ অঞ্চলকে মুক্ত রাখবো।”

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়