শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ২১:৩৭

হাইমচর কমলাপুরে ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন

হাইমচরের মাটি শেখ ফরিদ আহমেদ মানিকের ঘাঁটি

------জসীমউদ্দীন খান বাবুল

স্টাফ রিপোর্টার ॥
হাইমচরের মাটি শেখ ফরিদ আহমেদ মানিকের ঘাঁটি
হাইমচরে দ. কমলাপুরে ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসীমউদ্দীন খান বাবুল।

হাইমচর উপজেলার ২নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৪, ৫ ও ৬নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকেল ৪টায় দক্ষিণ কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপলক্ষে সভার আয়োজন সম্পন্ন হয়।

প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল। এ সময় তিনি বলেন, হাইমচরের মাটি বিএনপির ধানের শীষ তথা শেখ ফরিদ আহমেদ মানিকের ঘাঁটি। নেতা-কর্মী ও এলাকার সাধারণ মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

তিনি বলেন, বিএনপির এই সদস্য সংগ্রহ অভিযান শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ নয়, এটি মানুষের হৃদয়ে বিএনপিকে পৌঁছে দেয়ার এক ঐতিহাসিক প্রয়াস। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এই সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু হয়েছে। এর মাধ্যমে তৃণমূলে দল আরও সুসংগঠিত হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেন এ কর্মসূচির ভেতরে ঢুকতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

প্রধান বক্তার বক্তব্য রাখেন এই ইউনিয়নের সমন্বয়ক ও হাইমচর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ গাজী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কোতোয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দ আহমেদ গাজী প্রমুখ।

ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজির দেওয়ান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান মাস্টারের যৌথ পরিচালনায় সভায় উপজেলা এবং ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ।

সভাশেষে অতিথিবৃন্দ দলীয় নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম তুলে দেন এবং রাষ্ট্র সংস্কারে বিএনপির ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়