শনিবার, ২৬ জুলাই, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ১৭:২৮

শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

প্রেস বিজ্ঞপ্তি
শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত

বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ে তিনদিনব্যাপী শৃঙ্খলাজনিত বিভাগীয় মামলার তদন্ত বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ও নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালনা বোর্ডের পরিচালক নুরে আলম তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু। এছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপকবৃন্দ।

প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্যাংকের শৃঙ্খলা ও আপিল বিভাগে নিযুক্ত ৬ জন কর্মকর্তা এবং সকল জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, যাঁরা প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে তদন্ত প্রক্রিয়ার দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করেন। এ ধরনের উদ্যোগ ব্যাংকের শৃঙ্খলা রক্ষা এবং ন্যায়সঙ্গত তদন্ত প্রক্রিয়া পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অভিমত ব্যক্ত করেন বক্তাগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়