রবিবার, ২০ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২১:৫৭

মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা প্রদান

একজন সুসন্তানের চেয়ে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না

.......আলহাজ্ব মোশারফ হোসাইন

স্টাফ রিপোর্টার।‌।
একজন সুসন্তানের চেয়ে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না
তানজিলা আক্তার, চন্দ্রিকা ও স্মৃতি । চাঁদপুর রোটারী ভবনে মিরপুর ক্যাডেট মেধা বৃত্তির সনদ ও সম্মাননা তুলে দিচ্ছেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন।

চাঁদপুর শহরের মিরপুর ক্যাডেট মেধা বৃত্তি পরীক্ষা-২০২৪ -এর সনদ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) সকালে চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়কস্থ রোটারী ভবন মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসাইন। উদ্বোধক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ওমর ফারুক। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এবং সদর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মৃণাল কান্তি দাস।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের উপদেষ্টা দুলাল গোস্বামীর সভাপতিত্বে এবং মানবিকা কর্মকার ও রিমঝিম শীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নির্বাচন কমিশনের সহকারী সচিব গৌতম চন্দ্র শীল, ২নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক ধ্রুবরাজ বণিক, মাকসুদুল মাওলা, চাঁদপুর চিলড্রেন একাডেমির অধ্যক্ষ কাউসার পাটোয়ারী, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনির হোসেন ও চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের উপদেষ্টা মুক্তা হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসাইন বলেন, বর্তমানে আমাদের বাবা-মায়ের মধ্যে অপ্রত্যাশিত এক প্রতিযোগিতা শুরু হয়েছে। সেটি হলো সন্তানের ভালো রেজাল্ট করতে হবে। আর আমরা যারা ব্যবসা অথবা রাজনীতি করি, তাদের মধ্যে প্রতিযোগিতা হলো আমার সন্তানের অনেক টাকার মালিক হতে হবে। অথচ বিশ্বাস করুন, একজন সুসন্তানের চাইতে মূল্যবান সম্পদ আর কিছুই হতে পারে না। তিনি বলেন, আমাদের দেশের বৃদ্ধাশ্রমগুলোতে বেশিরভাগ শিক্ষিত সন্তানদের বাবা-মায়েরাই থাকে। কারণ, তারা সন্তানদেরকে শিক্ষিত করতে পেরেছে ঠিক, তবে সুশিক্ষিত করতে পারেনি। তাই আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

তিনি আরো বলেন, আমাদের সবাইকে এমন একটি বাংলাদেশের স্বপ্ন দেখতে হবে, যে বাংলাদেশে প্রত্যেকটা মানুষ নিরাপদে থাকবে। একজন বাবা-মাকেও তার সন্তানের নিরাপত্তা এবং ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হতে হবে না। স্কুল কলেজ পড়ুয়া কোনো শিক্ষার্থী কিশোর গ্যাং অথবা মাদকের সাথে যুক্ত হবে না। এজন্যে সবচেয়ে বেশি ভূমিকা বাবা-মায়ের। সন্তানদের ভালো ফলাফলের দিকে না ছুটে, ভালো মানুষ হবার দিকে ছুটতে হবে। আর এ জন্যে শিক্ষকদের সম্মান করতে হবে। ‌আমরা যেনো শিক্ষকদের ওপর খবরদারি না করি। তাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে হবে।‌ শিক্ষকদের সম্মান না করলে আমাদের সন্তানরা সুমানুষ হিসেবে গড়ে ওঠা সংকটে পড়ে যাবে।

অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী শাফায়াত খান এবং গীতা পাঠ করে তৃতীয় শ্রেণীর মৃন্ময়ী দাস। পরে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। জাতীয় সংগীত পরিবেশন করেন মেধা হোসাইন ও কাজী কাবিশা। এ সময় উপস্থিত ছিলেন মিরপুর ক্যাডেট কোচিংয়ের শিক্ষিকা তানজিলা আমিন পিয়া, সামিয়া ম্যাম, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের শিক্ষক অঞ্জন দত্ত, নাজনীন হোসাইন, বিথি কর্মকার, কাকলি দাস, পূর্ণিমা দাস, নুসরাত জাহান,

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়