প্রকাশ : ১৯ জুলাই ২০২৫, ২১:৪৬
আলগী উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উদ্বোধন
যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীল, তারাই বিএনপির সদস্য হতে পারবেন
--------জসিম উদ্দিন খান বাবুল

হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর দুর্গাপুর ইউনিয়নে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই ২০২৫) বিকেলে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি কারা নির্যাতিত নেতা মো. জসিম উদ্দিন খান বাবুল। তিনি বলেন, যারা ১৭ বছর আন্দোলন- সংগ্রামে ছিলো তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে। সেই সাথে যিনি আমাদের ১৭ বছর লালন পালন করেছেন, সাপোর্ট দিয়েছেন, তাঁর কথা অবশ্যই স্মরণ রাখতে হবে। তিনি কে? তিনি হচ্ছেন শেখ ফরিদ আহমেদ মানিক। আজকে কিছু কিছু দল কেনো লাফালাফি করতেছে জানেন? তারা কিছু পেতে চাচ্ছে। তারা কি ১৭ বছর রাজপথে ছিলো? শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িটা যেভাবে পোড়ানো হয়েছে! তারা কী এভাবে নির্যাতিত?
|আরো খবর
তিনি বলেন, অনেকে মনে করতেছে আন্দোলন শেষ। আন্দোলন কিন্তু এখনো শেষ হয়নি। আমাদের সাথে জনগণের সম্পর্ক। এমন কাজ করবেন না যাতে জনগণের কষ্ট হয়। জনগণকে আপন করে নিবেন। আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এতো বছর সহ্য করেছেন আর কিছু সময় সহ্য করেন। এ এলাকায় কমপক্ষে ১০ হাজার সদস্য সংগ্রহ করবেন। নেতাদের বলবো, সব কিছু ভুলে যান। মনে রাখবেন কে আপনাকে ১৭ বছর সাপোর্ট দিয়েছে, কে আপনার পাশে ছিলো। আমাদের ভেতর নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, দ্বন্দ্ব নয়।
তিনি আরো বলেন, গত ২০ বছরে নতুন ভোটাররা ভোট দিতে পারেনি। জীবনের প্রথম ভোটটি দেয়ার জন্যে তারা মুখিয়ে আছেন। নতুন ভোটারদের অগ্রাধিকার দিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে, এ সুযোগে আওয়ামী সন্ত্রাসী, দুর্নীতিবাজ, দাগী আসামীরা যেনো বিএনপিতে ঢুকে পড়তে না পারে।
তিনি বলেন, যারা ৩১ দফা সংস্কার প্রস্তাবের প্রতি আস্থাশীল, তারাই বিএনপির সদস্য হতে পারবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হারুনুর রশীদ গাজী, যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম মাঝি, সাংগঠনিক সম্পাদক খোরশেদ কতোয়াল, সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ সৈয়দ আহমেদ গাজী, ক্রীড়া সম্পাদক আবু জাফর বাবু, তাঁতী বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোলেমান মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়সাল আখন্দ ও জেলা স্বেচ্ছাসেবক দল নেতা মহসিন পাটওয়ারী ।
আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন মাস্টারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজির দেওয়ান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান মাস্টারের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক আলী আকবর, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের রাঢ়ী, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহমদ পাটওয়ারী, হারুন গাজী, ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মহসিন মিয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাহাঙ্গীর, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান পাটওয়ারী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলম হাওলাদার, ইউনিয়ন ওলামা দলের সভাপতি ডাক্তার মোজাম্মেল হক, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কাজী মিলন, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খোকন। সভাশেষে অতিথিবৃন্দ দলীয় নেতৃবৃন্দের হাতে সদস্য ফরম তুলে দেন এবং ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইউনিয়ন ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ লিটন খান।হাইমচর উপজেলার ২নং আলগী উত্তর দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করছেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন খান বাবুল। পাশে গাজীর বাজারে বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাবের লিফলেট জনসাধারণের মাঝে বিতরণ করছেন তিনি।