বুধবার, ১৬ জুলাই, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ২২:০২

তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রবীর চক্রবর্তী ॥
তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে ফরিদগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার, মব সৃষ্টির অপচেষ্টা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক এবং সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের নির্দেশে মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে গৃদকালিন্দিয়া বাজার থেকে মিছিলটি শুরু হয়ে চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর সড়কের খেজুরতলা এসে পুনরায় গৃদকালিন্দিয়া বাজারে গিয়ে শেষ হয়।

পরে গৃদকালিন্দিয়া বাজারে রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসের খানের সভাপতিত্বে ও বিএনপি নেতা মো. মামুন ভূঁইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান, পৌর বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী, জেলা যুবদল সদস্য সোহেল খান, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সেলিম পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হারুন পাঠান, পৌর যুবদলের সাবেক যুগ্মআহ্বায়ক পেয়ার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মানিক পাটওয়ারী, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, রূপসা উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ. জলিল, রূপসা দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আনোয়ার পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খান মিলন, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান রিপন, আ. কাদির, প্রবাসী বিএনপি নেতা জিল্লুর রহমান, ইকবাল পাটওয়ারী, বিএনপি নেতা ইয়াছিন মেম্বার, আবুল খায়ের মেম্বার, হোসেন মেম্বার প্রমুখ।

সমাবেশে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান বলেন, আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। একটি প্রতিক্রিয়াশীল চক্র ১/১১-এর মতো করে বিএনপিকে নিয়ে চক্রান্ত শুরু করেছে। তারেক রহমান যখন দেশে আসার জন্যে অপেক্ষা করছেন এবং দল যখন নির্বাচনকে সামনে রেখে দল মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, ঠিক তখনই আবারও আমাদের দলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো শুরু হয়েছে। সাহস থাকলে নির্বাচনে আসেন, দেখবেন জনগণ কাকে চায়?

উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী বলেন, বিএনপিকে কোনো কিছু দিয়েই দমানো যাবে না। স্বৈরাচার পতিত আওয়ামী লীগ গত ১৭ বছরে বিএনপিকে দাবিয়ে রাখতে পারেনি। তাই '৭১-এর পরাজিত শক্তি ও নব্য জন্মগ্রহণকারীরাও পারবে না। শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি কখনো মাথা নত করবে না।

পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এএম টুটুল পাটওয়ারী বলেন, ’২৪-এর পরাজিত শক্তিকে মাঠে আনতে ’৭১-এর পরাজিত শক্তি নানা কর্মকাণ্ড শুরু করেছে। তাদেরকে এসব করতে দেয়া যাবে না।

সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন খান বলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন হারুনুর রশিদের পরামর্শ মতে আমরা ফরিদগঞ্জে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ রয়েছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়