বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:১২

গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে উচ্চ আদালতের আদেশ বাস্তবায়ন

উচ্চ আদালতের আদেশে ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতির পদ স্থগিত হওয়ার পর দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসক। আদালতের আদেশ বাস্তবায়নে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরী রাণী সাহা এই সংক্রান্ত একটি চিঠি ১৯ মে ২০২৫ তারিখে হাতে পেয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসের স্বাক্ষরিত এই চিঠি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরী রাণী সাহা ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর মাধ্যমে হস্তগত করেন।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গৌরী রাণী সাহা চাঁদপুর কণ্ঠকে এসব তথ্য নিশ্চিত করেন। গত ৪ মে ২০২৫ তারিখে উচ্চ আদালতে তাঁর রিট পিটিশন আদেশে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কলেজের শুধুমাত্র সভাপতি মনোনয়নের যে চিঠি দেয়া হয় সেটি তিন মাসের জন্যে স্থগিত করা হয় এবং এই সময়ে চাঁদপুরের জেলা প্রশাসক কলেজের মাসিক বেতন শীট ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রে কাউন্টার স্বাক্ষর করবেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ/পিটিশনার কলেজের পক্ষে নামীয় গৌরী রাণী সাহা। উচ্চ আদালতের রায় বাস্তবায়নে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সুচিত্র রঞ্জন দাসের স্বাক্ষরিত এই চিঠিতে বলা হয়েছে, ৪ মে উচ্চ আদালতের রিট পিটিশন (নং ৭০৫৪/২০২৫) আদেশের ছায়াকপি পাওয়া গেছে। বর্ণিত রিট পিটিশন মামলার আদেশে উক্ত এডহক কমিটির মেয়াদ তিন মাসের জন্যে স্থগিত করা হয়েছে এবং জেলা প্রশাসক, চাঁদপুরকে বেতনভাতা শীটে স্বাক্ষর এবং প্রাতিষ্ঠানিক আনুষঙ্গিক দায়িত্ব পালনের জন্যে নির্দেশ প্রদান করা হয়েছে। উচ্চ আদালতের আদেশ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-এর স্বাক্ষরিত এই চিঠির অনুলিপি ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়