বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ২০:৫০

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

স্টাফ রিপোর্টার।।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গ্রাম আদালত বিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প থেকে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ মৎস্য গবেষণা ইন্সটিটিউট মিলনায়তন, চাঁদপুরে জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জন্যে গ্রাম আদালত বিষয়ক ২দিনব্যাপী প্রশিক্ষণ কোর্স বুধবার (৫ নভেম্বর ২০২৫) শুরু হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম জাকারিয়া। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মো. গোলাম জাকারিয়া, জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. নজরুল ইসলাম খান ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী।

অনুষ্ঠান সঞ্চালনা ও সার্বিক সহায়তা করেন মমতাজ বেগম, জেলা ম্যানেজার এবং উপজেলা সমন্বয়কারীগণ, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, চাঁদপুর।

প্রশিক্ষণের আলোচ্য বিষয়গুলো হলো : গ্রাম আদালত, গ্রাম আদালতের ভিত্তি বা শক্তি, মামলার ধরণ, গ্রাম আদালতের এখতিয়ার ও এখতিয়ার বহির্ভূত মামলা, দেওয়ানী ও ফৌজদারী মামলার ধারাসমূহ, গ্রাম আদালত গঠন, রেজিস্টার ও গ্রাম আদালতে ব্যবহৃত ফরম পূরণ, ক্ষতিপূরণ ও জরিমানা আদায়, গ্রাম আদালত অবমাননার জরিমানা, উচ্চ আদালত থেকে প্রেরিত মামলা পরিচালনা, ফৌজদারি ও দেওয়ানি মামলা অনুশীলন, সেশন অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত, এক নজরে গ্রাম আদালতের বিচার প্রক্রিয়া। প্রতিটি সেশনের জন্যে রয়েছে আলাদা আলাদা ভিডিও ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়