বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২১ মে ২০২৫, ১৫:৪৩

ঈদুল আযহা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
ঈদুল আযহা  উদযাপনে  জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

* পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন রাখা বাধ্যতামূলক

* লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত টহলের ব্যবস্থা

* কোরবানির দিন সন্ধ্যার মধ্যে বর্জ্য অপসারণ

* সরকার নির্ধারিত মূল্যে চামড়া সংগ্রহ

* সিএনজি অটোরিকশার অতিরিক্ত ভাড়া নিয়ন্ত্রণে ব্যবস্থা

পবিত্র ঈদুল আযহা ২০২৫ উদযাপনের সার্বিক প্রস্তুতি গ্রহণে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) সকাল ১০টায় চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপ্রধানে তাঁর সম্মেলন কক্ষে আয়োজিত সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন।

সভায় জেলা প্রশাসক ঈদ উপলক্ষে প্রস্তুতিমূলক ব্যবস্থার বিষয়গুলো উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট সকল বিভাগকে তাদের দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন।

জেলা প্রশাসক জানান, কোরবানির পশুর হাটসমূহে জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। কোনো হাট ইজারাদার যদি এ দায়িত্ব পালন না করে, তাহলে তাকে হাট বসাতে দেয়া হবে না। হাটে হাসিল আদায়কারীরা নির্ধারিত পোশাক পরে দায়িত্ব পালন করবেন, যাতে প্রতারণা ও বিশৃঙ্খলা এড়ানো যায়।

তিনি আরও বলেন, চাঁদপুরে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্যে ৪১৯ মেট্রিক টন লবণের ব্যবস্থা রাখা হয়েছে। সরকার নির্ধারিত মূল্যে চামড়া সংগ্রহ নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত মালিকরা ন্যায্য মূল্য পান। চামড়া ঢাকায় পাঠাতে হলে নির্দিষ্ট নিয়ম পালন করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

গরু মোটাতাজাকরণে নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়ে জেলা প্রশাসক তথ্য অফিসকে এ বিষয়ে মাইকিং করার নির্দেশ দেন। তিনি বলেন, পশুর সংকট দেখা দিলে ঢাকার বাজার থেকে গরু এনে সরবরাহ নিশ্চিত করা হবে।

সভায় জানানো হয়, ঈদযাত্রাকে নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। লঞ্চঘাটে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত টহলের ব্যবস্থা করা হয়েছে। নৌপথে দুর্ঘটনা রোধে নৌ পুলিশ ও কোস্টগার্ডকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বাস, সিএনজি অটোরিকশা ও অন্যান্য যানবাহনের ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্যে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। তিনি বলেন, “গত ঈদে কিছু সিএনজি অটোরিকশা চালক অতিরিক্ত ভাড়া নিয়েছিলেন, এবার যেন এমন ঘটনা না ঘটে সে জন্যে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।”

এছাড়াও সভায় বিদ্যুৎ বিভাগকে ঈদের সময় লোডশেডিং না করার নির্দেশনা দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে যে কোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে কোরবানির দিন সন্ধ্যার মধ্যে সকল বর্জ্য অপসারণের কাজ সম্পন্ন করতে। বাজারে মসলাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে মনিটরিং ব্যবস্থা জোরদার করার কথাও বলা হয়।

সভায় উপস্থিত ছিলেন নৌ পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, কোস্ট গার্ড স্টেশন কমান্ডার আহসান, এনএসআই-এর জয়েন্ট ডিরেক্টর এমডি আবু আব্দুল্লাহ, জেলা কারাগারের জেলার, চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী, বিআরটিএ’র সহকারী পরিচালক, বিআইডব্লিউটিসি’র সহকারী মহাব্যবস্থাপক, চাঁদপুর স্টেশন মাস্টার, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

সভায় অংশগ্রহণকারী সকলেই আসন্ন ঈদুল আযহা যাতে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপিত হয় সে লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়