প্রকাশ : ২১ মে ২০২৫, ২২:৩৩
সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর কার্যকরী কমিটির নির্বাচন ৩১ মে

সাহিত্য একাডেমী, চাঁদপুর-এর কার্যকরী কমিটি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বুধবার (২১ মে ২০২৫) কার্যকরী কমিটি নির্বাচনের এই তফসিল লিখিতভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩১ মে শনিবার। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বুধবার (২১ মে ২০২৫) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্যে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ২২ মে থেকে ২৪ মে ২০২৫ পর্যন্ত। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সাহিত্য একাডেমী থেকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৫ মে ২০২৫। মনোনয়নপত্র জমা দেয়া যাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সাহিত্য একাডেমীতে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ মে ২০২৫। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ওইদিন জেলা প্রশাসক কার্যালয়ে বিকেল ৫টা পর্যন্ত।
|আরো খবর
ক্যাপশন
সাহিত্য একাডেমী, চাঁদপুর।