বুধবার, ২১ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের ইঞ্জিনে আগুন

প্রকাশ : ২০ মে ২০২৫, ২১:৪০

মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল।। শত শত যাত্রী আটকা

স্টাফ রিপোর্টার
মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল।। শত শত যাত্রী আটকা

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হলে চট্টগ্রাম-ফেণী রেলপথে প্রায় তিন ঘন্টা ট্রেনটি আটকে ছিলো। মঙ্গলবার (২০ মে ২০২৫) সন্ধ্যা ছয়টার দিকে চট্টগ্রাম-ফেনী-লাকসাম রেলপথের চিনকি আস্তানা নামক রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

চাঁদপুর রেলওয়ে বড় স্টেশন মাস্টার মারুফ হোসেন ও ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় নির্ধারিত সময়ে চট্টগ্রাম স্টেশন থেকে ছেড়ে আসে চাঁদপুরগামী আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস। ট্রেনটি পৌনে এক ঘন্টা চলার পর চিনকি আস্তানা রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এ সময় ট্রেনে থাকা কয়েকশ' যাত্রী আটকা পড়ে। পরে খবর পেয়ে চট্টগ্রাম থেকে রেলওয়ের ইঞ্জিন মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করে। বিকল্প ইঞ্জিনের ব্যবস্থা না থাকায় ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়। এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের শিকার হন যাত্রীরা। ইঞ্জিন সচল হলে ট্রেনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসবে বলে স্টেশন মাস্টার জানিয়েছেন।

যাত্রীদের অভিযোগ, এই দীর্ঘ সময় ধরে ট্রেনে আটকে থাকলেও রেলওয়ের কোনো কর্মচারী এ বিষয়ে যাত্রীদের সঠিক কোনো তথ্য দেননি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়