প্রকাশ : ১৯ মে ২০২৫, ২২:১০
আইনজীবী সহকারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা

চাঁদপুুর জেলা আইনজীবী সহকারীদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত দিকনির্দেশনামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ মে ২০২৫) বিকেলে জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. বাবর বেপারী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মো. জসিম উদ্দিন মেহেদী হাসান।
|আরো খবর
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির রেজিস্ট্রারিং অথরিটি চেয়ারম্যান অ্যাড. মো. সানজিদ হাসান সানির সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড. কোহিনূর রশীদ। বিশেষ বক্তার বক্তব্য রাখেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. শহিদ উল্লাহ পিপিএম, চাঁদপুর জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাড. শরীফ মাহমুদ ফেরদাউস শাহীন, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. নূরুল আমিন খান আকাশ প্রমুখ।
রেজিস্ট্রারিং অথরিটি কমিটির সম্পাদক অ্যাড. মো. মহিউদ্দিন ফাহাদের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. মনির হোসেন মুন্সি, সাধারণ সম্পাদক মো. সেলিম মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শামসুজ্জামান, সমিতির সিনিয়র সদস্য আলাউদ্দিন খোকা প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন আইনজীবী সহকারী মো. আকবর হোসেন।
বক্তারা বলেন, আইনজীবী সহকারীগণ পরিচয়পত্র গলায় পরাসহ ইউনিফর্ম পরিধান করবেন। কোনো প্রকার দালালকে কোর্টে কাজের সুযোগ দেয়া যাবে না। যে সকল বেঞ্চে অতিরিক্ত টাকা চায় তার জন্যে করণীয় কী বা তার সমাধান কী ও সহকারীগণ কাজ করতে গিয়ে যে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তার বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
সভায় বলা হয়, শিক্ষানবিশ আইনজীবী পরিচয়দানকারী দীর্ঘদিন কোর্ট আঙ্গিনায় মামলা গ্রহণ ও মামলা পরিচালনা করে আসছে। তাদের ব্যাপারে সুস্পষ্ট নীতিমালা উপস্থাপন প্রসঙ্গে সভায় আলোচনা হয়। বক্তারা বলেন, সবকিছুর পরেও আমরা সকলে এক আঙ্গিনায় মানুষের সেবা দিয়ে আসছি। শুধু তাই নয়, কোর্ট আঙ্গিনায় আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। আর আমরা আইনজীবী ও সহকারী আইনজীবী একে অপরের পরিপূরক। সবাই মিলেমিশে কাজ করতে হবে।