শনিবার, ১৭ মে, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১৬ মে ২০২৫, ২২:০৮

১০ বছরের ফারহান রেজা ৮ মাসে কোরআনে হাফেজ

আলমগীর তালুকদার
১০ বছরের ফারহান রেজা ৮ মাসে কোরআনে হাফেজ

কচুয়ায় ১০ বছরের ফারহান রেজা ক্বাদেরী ৮ মাসে পবিত্র কোরআনে পাকের হাফেজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সন্ধ্যায় কচুয়া পৌরসভার ক্বাদেরীয়া তাহেরীয়া দারুল কোরআন মাদ্রাসায় হিফজুল কোরআন সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফারহান রেজা পবিত্র কোরআন তেলাওয়াত করেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান রাখেন ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত ক্বাদেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মুফতি মো. মনিরুজ্জামান আল ক্বাদেরী। তিনি বলেন, আল্লাহর অশেষ কৃপায় মাত্র ১০ বছর বয়সে ৮ মাসে ফারহান রেজা পবিত্র কোরআন শরীফের ৩০ পারা মুখস্থ করেছেন। আল্লাহ তাকে সে তৌফিক দিয়েছেন, আমরা তার জন্যে প্রাণভরে দোয়া করছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ ক্বারী সফিকুল ইসলাম জানান, আমাদের দক্ষ শিক্ষকগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। সর্বোপরি ফারহানের মেধা এবং আল্লাহর ইচ্ছায় সে কোরআনে হাফেজ হয়েছে। তার পিতা আবু সুফিয়ান বলেন, মাদ্রাসার শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম সর্বোপরি আল্লাহতাওয়ালা তাকে হাফেজ হওয়ার জ্ঞান দান করেছেন। মাদ্রাসার শিক্ষকগণ আমার ছেলের জন্যে অনেক কষ্ট করেছেন। আল্লাহর নিকট শোকরিয়া জ্ঞাপন করছি। এ সময় কচুয়া উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ইমাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুদ্দিন, প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ মো. আবু তাহের, বাংলাভিশনের কচুয়া প্রতিনিধি ও কচুয়া বার্তার সম্পাদক মো. আলমগীর তালুকদার, ফারহানের পিতা মো. আবু সুফিয়ান ও এলাকার সুধীজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়