রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৩৪

কোরআনে হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার হাফেজ হারুনুর রশিদের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার॥
কোরআনে হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার হাফেজ হারুনুর রশিদের ইন্তেকাল
দৃষ্টি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি কোরআনে হাফেজ হারুনুর রশিদ।

চাঁদপুরে কোরআনে হাফেজ দৃষ্টিপ্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহ-সভাপতি হাফেজ মো. হারুনুর রশিদ তালুকদার আর বেঁচে নেই। তিনি শনিবার (১৮ অক্টোবর ২০২৫) সন্ধ্যা ৬টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি.....…রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তিনি মতলব দক্ষিণ উপজেলার বারোঠালিয়া হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন। পাশাপাশি তিনি বিভিন্ন স্থানে ওয়াজ ও নসিহতের মাধ্যমে ইসলামী দাওয়াতের কাজ চালিয়ে আসছিলেন।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী ফাজিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ রোববার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পরে ওই গ্রামের তালুকদার বাড়িতে দাফন করা হয়।

তাঁর মৃত্যুতে সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মো. ইব্রাহিম খলিল গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। তিনি বলেন, হাফেজ হারুনুর রশিদের মৃত্যুতে সংস্থার এক অফুরন্ত ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। ভবিষ্যতে তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিকতা এবং সহায়তা থাকবে। আর চাঁদপুরে ধনাঢ্য ব্যক্তিরাও এই সংস্থার সদস্যদের সহায়তা করতে তিনি অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়