রবিবার, ১১ মে, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ মে ২০২৫, ২১:৪৭

চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশে চাঁদপুরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মীর যোগদান

চৌধুরী ইয়াসিন ইকরাম
চট্টগ্রামে তারুণ্যের মহাসমাবেশে চাঁদপুরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের কয়েক হাজার নেতা-কর্মীর যোগদান
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে তারুণ্যের মহাসমাবেশে মিছিলসহ যোগ দেন চাঁদপুরের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। ছবি : ইয়াসিন ইকরাম।

বিএনপির তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের 'তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা'র লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ডে মাঠে অনুষ্ঠিত হয়েছে মহাসমাবেশ। এ সমাবেশে যোগ দিয়েছে চাঁদপুুর জেলার তিন সংগঠনের সাংগঠনিক সকল ইউনিটের কয়েক হাজার নেতা-কর্মী।

শনিবার (১০ মে ২০২৫) বিকেল ৪টা ১০ মিনিটে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়। সমাবেশকে কেন্দ্র করে সকাল ১০টার পর থেকেই চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগের চাঁদপুুর জেলাসহ অন্য জেলার নেতা-কর্মীরা পলোগ্রাউন্ড মাঠে উপস্থিত ছিলেন।

সমাবেশ শুরুর আগেই মাঠ কানায় কানায় ভরে যায়। নেতা-কর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে আশপাশের সড়ক। নেতা-কর্মীদের ভোটের দাবিতে নানা স্লোগান দিতে দেখা যায়। ব্যানার, লিফলেট, বিলবোর্ড, পোস্টারে ছেয়ে যায় আশপাশের সড়ক। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা ছিলেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন, ছাত্রদল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী এবং সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শনিবারের এই সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁদপুর থেকে জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুল আলম সূর্য ও সদস্য সচিব শামছুল আরেফিন খান, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান এইচ গাজী, সাধারণ সম্পাদক এইচ এম ইসমাইল পাটোয়ারীর নেতৃত্বে নেতৃবৃন্দ সমাবেশস্থলে মিছিল সহকারে যোগ দেন। শনিবার ভোর ছয়টা থেকে প্রায় দেড় শতাধিক বাসযোগে রওনা হয়ে চাঁদপুরের নেতা-কর্মীরা সমাবেশস্থলে পৌঁছান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়