মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ মে ২০২৫, ১৯:০৭

হাজীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিলো তরুণের প্রাণ

হাজীগঞ্জে বিদ্যুৎ কেড়ে নিলো তরুণের প্রাণ
কমরুজ্জামান টুটুল

বিদ্যৎ কেড়ে নিলো মো. ইমরুল কায়েস (১৭) নামের এক তরুণের প্রাণ। শনিবার (১০ মে ২০২৫) দুপুরে হাজীগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডস্থ কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত তরুণ ওই বাড়ির মৃত মুকবুল হোসেনের একমাত্র ছেলে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, এ দিন দুপুরে ইমরুল নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। তাৎক্ষণিক পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই ইমরুল কায়েস মারা গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়