প্রকাশ : ০৯ মে ২০২৫, ২৩:৫৫
ফরিদগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়লো তিন দোকান ক্ষয়ক্ষতি প্রায় ১৫ লাখ টাকা

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। বৃহস্পতিবার (৮ মে ২০২৫) গভীর রাতে এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
|আরো খবর
জানা যায়, রাত আনুমানিক ১টার দিকে বাজারের পশ্চিম প্রান্তে মো. ইউসুফ হোসেনের 'ইউসুফ ভ্যারাইটিজ স্টোর', মো. বাবুল বেপারীর 'বাবুল মেকানিক' ও জাকির পাটওয়ারীর 'পাটওয়ারী সুইটস' দোকানে হঠাৎ আগুন লাগে। স্থানীয় বাসিন্দারা আগুন দেখে ছুটে এসে চেষ্টা চালান তা নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ইউসুফ হোসেন বলেন, আমার দোকানে মুদি ও কনফেকশনারির প্রায় ১০ লাখ টাকার পণ্য ছিল, সব পুড়ে গেছে।
বাবুল বেপারী জানান, ইলেকট্রনিক পণ্যের দোকানে প্রায় ৪ লাখ টাকার মালামাল ছিল। যার মধ্যে গ্রাহকের টিভি, ফ্যানসহ মূল্যবান জিনিসপত্র ছিল।
জাকির পাটওয়ারী বলেন, মিষ্টির দোকানে আড়াই থেকে তিন লাখ টাকার মাল ছিল, যার অর্ধেকের বেশি আগুনে নষ্ট হয়েছে।
স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী প্রশাসনের প্রতি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।