সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ মে ২০২৫, ২০:৩১

বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

স্টাফ রিপোর্টার
বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঁচদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা উদ্বোধন

'পড়িলে বই আলোকিত হই' এই প্রতিপাদ্যের ওপর চাঁদপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রের উদ্যোগে পাঁচদিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই ভ্রাম্যমাণ বইমেলা রোববার (৪ মে ২০২৫) থেকে শুরু হয়। এদিন দুপুরে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ভ্রাম্যমাণ এই বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

তিনি বলেন, জিপিএ-৫ পেতে পাঠ্যবইকে গুরুত্ব দিতে হবে। আর যদি জ্ঞান বা প্রতিভার কথা বলি, তাহলে শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। একজন জ্ঞানী মানুষ যদি বেশি করে বই না পড়ে, তাহলে তার প্রতিভার বিকাশ ঘটবে না। অনেক সময় আমরা শুনে শুনে বলি সে খারাপ লিখে। কিন্তু না পড়লে বুঝতে পারবো না কে খারাপ লিখে আর কে ভালো লিখে। আমাদের বই পড়তে হবে।

জেলা প্রশাসক উপস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এই বয়সটা হচ্ছে, যতো বেশি পড়বে ততো বেশি শিখবে। ইন্টারনেটের যুগে আমরা লেখাপড়া করি সত্য, কিন্তু আমরা বই বিমুখ হয়ে পড়েছি। বিমুখ বলতে আমরা পাঠ্যবই ছাড়া অন্যসব বই থেকে বিমুখ হয়ে গেছি। চলো আমরা বাকি বইগুলোর দিকেও মনোযোগ দেই।

অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশসহ বিভিন্ন সাহিত্য সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে আয়োজিত মেলা ঘুরে দেখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়