প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:২৫
কচুয়ায় অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা প্রদান

কচুয়ায় অগ্নিকাণ্ডে ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (৫ মে ২০২৫) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা প্রদান করা হয়।
বিভিন্ন সময়ে সংঘটিত অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলা প্রশাসনের পক্ষে প্রতি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন এবং গৃহ নির্মাণের জন্যে সহায়তা বাবদ ছয় হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।এছাড়াও অগ্নিকাণ্ডে আহত একজন ব্যক্তিকে চিকিৎসার জন্যে দশ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।