রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মে ২০২৫, ১৯:৪৫

ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.)-এর নির্মম হত্যাকাণ্ডে ছারছীনা পীর ছাহেবের শোক, প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি

অনলাইন ডেস্ক
ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.)-এর নির্মম হত্যাকাণ্ডে  ছারছীনা পীর ছাহেবের শোক,  প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত বিচার দাবি

গাজীপুরের টঙ্গীর আহলে সুন্নাত ওয়াল জামাআতের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.)কে নির্মমভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের গ্রেফতার করে অনতিবিলম্বে বিচারের মুখোমুখি করার জোর দাবি জানিয়েছেন ছারছীনার পীর সাহেব শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হোসাইন। তিনি এক বিবৃতিতে বলেন, মিথ্যা অভিযোগ এনে মব তৈরি করে মাওলানা রইছ উদ্দিনকে নির্মমভাবে মারধর করা হয়। এরপর তাঁকে যথাযথ চিকিৎসা দেয়া হয়নি, ন্যূনতম মানবিক সহায়তা থেকেও বঞ্চিত করা হয়েছে। এমনকি পানি পর্যন্ত খেতে দেয়া হয়নি। ফলে গুরুতর আহত অবস্থায় তিনি ইন্তেকাল করেন। এ ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অতি দ্রুততার সাথে অপরাধীদের বিচারের সম্মুখীন করার দাবি জানাই।

উল্লেখ্য, ইতঃপূর্বে বিগত সরকারের আমলে ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া ইসলামিয়ার সাবেক ছাত্র, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা নুরুল ইসলাম ফারুকী (রহ.)কেও শহীদ করা হয়েছিল। কিন্তু অদ্যাবধি এর কোনো সুষ্ঠু বিচার করা হয়নি। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, বাংলাদেশের অধিকাংশ জনগণ শান্তিপ্রিয় ও সুন্নি মুসলিম। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু এটাকে শান্তিপ্রিয় মুসলিমদের দুর্বলতা ভাবলে ভুল হবে। অতি দ্রুত মরহুম ইমাম মাওলানা রইস উদ্দীন (রহ.)সহ ইতঃপূর্বে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে সে সকল হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত সকল হত্যাকারীর তদন্তপূর্বক সুষ্ঠু বিচার নিশ্চিত করার জন্যে জোর দাবি জানাচ্ছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়