প্রকাশ : ০২ মে ২০২৫, ২২:৩৭
আন্তর্জাতিক শ্রমিক দিবসে চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির সমাবেশ ও র্যালি

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ মে ২০২৫) সকালে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড থেকে র্যালিটি বের হয়ে জেলা প্রশাসনের র্যালির সাথে যোগ দেয়। এরপর সদর ইউএনও অফিসের হলরুমে সমাবেশ অনুষ্ঠিত হয়।
|আরো খবর
জেলা রিকশা মালিক সমিতির সভাপতি মো. মজিবুর রহমান সুমন মস্তান বলেন, প্রতি বছর ১মে বিশ্বজুড়ে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয়। অর্থাৎ বিশ্ব শ্রমিক দিবস হিসেবে পালন হয়। উদ্দেশ্য হলো, শ্রমিকদের কাজের প্রশংসা করা ও সম্মান করা। আমি একজন শ্রমিক, অসহায় নই। এটা বলতে আমার লজ্জা নেই। আমি আমার ঘাম ঝরিয়ে খাই। আমি কাদাকে সোনায় পরিণত করি। তাই সকলের উদ্দেশ্যে বলবো, শ্রমিকদের সম্মান দিতে শিখুন। আপনারাও সম্মানিত হবেন ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা রিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রফিক মুন্সিসহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রমিক, রাজনীতিবিদ, সাংবাদিক ও প্রশাসনের লোকজন।