প্রকাশ : ০২ মে ২০২৫, ১৪:৫১
চাঁদপুর জেলা জাসাসের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক চাঁদপুর জেলায় ৪ দিনব্যাপী বাংলা বর্ষবরণ ১৪৩২ কর্মসূচি সফল সমাপ্তিতে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক রোটারিয়ান কাজী মাইনুল হক জীবন ও
সদস্য সচিব মোবারক হোসেন সিকদার।নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, চাঁদপুর জেলা বিএনপির ৪দিনব্যাপী জাঁকজমকপূর্ণ বৈশাখী উৎসবে চাঁদপুর জেলা বিএনপি'র সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক প্রধান অতিথি হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চাঁদপুর জেলাস্থ সম্মানিত সদস্যবৃন্দ ও জেলা শাখার সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের পরিচালনায় ৪ দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী দিনের বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রায় ও সমাপনী পর্বে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইয়ের নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি জেলা জাসাস ও চাঁদপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও নৃত্য সংগঠনগুলো স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তাদের সকলের প্রতি জেলা জাসাসের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।