রবিবার, ০৪ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৫, ২০:০৩

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর যানবাহনে তল্লাশি ও জরিমানা

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর   যানবাহনে তল্লাশি ও জরিমানা
প্রবীর চক্রবর্তী

ফরিদগঞ্জ উপজেলায় সেনা ক্যাম্পের তত্ত্বাবধানে যানবাহনে যৌথবাহিনীর তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (৫ এপ্রিল ২০২৫) ফরিদগঞ্জ উপজেলায় বর্ডার বাজার এলাকায় পুলিশের সাথে সমন্বয়পূর্বক সেনাবাহিনী ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অধিক গতিতে গাড়ি চালানো এবং হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

যৌথ এই অভিযানে মোট ৩৫টি যানবাহনে তল্লাশি করা হয়। হেলমেট এবং লাইসেন্স না থাকায় ৫টি গাড়ি ও মোটরসাইকেল আরোহী থেকে সর্বমোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের পরিপন্থী সকল প্রকার অবৈধ কার্যক্রম দমনসহ আইনশৃঙ্খলা ঠিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী তার ভূমিকা অব্যাহত রাখবে বলে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ জানায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়