শনিবার, ০৩ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ২১:০৫

রঙের চারুর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ও ফলাফল ঘোষণা

স্টাফ রিপোর্টার
রঙের চারুর বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ও ফলাফল ঘোষণা

রঙের চারু সামাজিক সংস্থার আনন্দমুখর পরিবেশে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা করেন অধ্যক্ষ অজিত কুমার দত্ত।

মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৫) বিকেল ৩টায় জেলা শিশু একাডেমী চাঁদপুর-এর মিলনায়তনে অভিভাবকদের উপস্থিতিতে বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

রঙের চারু সামাজিক সংস্থার প্রধান উপদেষ্টা কাজী শাহাদাতের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের অধ্যক্ষ অজিত কুমার দত্ত। শিক্ষার্থীদের মাঝে উপদেশমূলক বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউসার আহমেদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপিকা নুরুননাহার। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন নিলু রাণী। এ সময় উপস্থিত ছিলেন রঙের চারু সামাজিক সংস্থার সদস্য শৈবাল মজুমদার, অর্পিতা দত্ত, রেখা মজুমদার, মোহাম্মদ নুরে আলম এবং অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়