বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক
  •   ফরিদগঞ্জের শীর্ষ মাদক কারবারি কামরুল আটক

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১২:৪১

চাঁদপুরে ২ অধ্যক্ষের মায়ের মৃত্যু

জানাজা বাদ আসর

স্টাফ রিপোর্টার
চাঁদপুরে ২ অধ্যক্ষের মায়ের মৃত্যু

চাঁদপুর শহরের আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ও চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের মায়ের মৃত্যু হয়েছে। তাঁরা দুজনই ১৮ সেপ্টেম্বর সোমবার ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আল-আমিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের মা আলহাজ্ব তাহেরা খানম (৮১) রহমতপুর আবাসিক এলাকায় ছেলের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ সোমবার বাদ আসর রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে মতলব উত্তর ফতেহপুর ইউনিয়নে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

চান্দা বাজার নুরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদীর মা বেগম সামছুন্নাহার (৯৪) চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের বাখরপুর গ্রামের নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর জানাজার নামাজ বাখরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে এবং জানাজার নামাজ ইমামতি করবেন তার সুযোগ্য পুত্র অধ্যক্ষ মাওলানা এটিএম মোস্তফা হামিদী। জানাজা শেষে পারিবারিক অবস্থান করা হবে।

বেগম সামছুন্নাহার মৃত্যুকালে ৪ ছেলে ৩ মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী আলী আরশ্বাদ ১৯৯১ সালে ইন্তেকাল করিয়াছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। উল্লেখ্য, তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফরিদগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ডক্টর শামসুল হক ভূঁইয়ার বড় বোন ছিলেন।

আলহাজ্ব তাহেরা খানম মৃত্যুকালে ৪ ছেলে ১ মেয়ে রেখে গেছেন। তাঁর স্বামী মোঃ ইসহাক সরকার ১৯৮২ সালে ইন্তেকাল করেছেন। তিনি ডব্লিউ রহমান জুট মিলস লিঃ এর হিসাব রক্ষক ছিলেন। দু মমতাময়ী মায়ের মৃত্যুতে চাঁদপুর শহরে গভীর শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়