বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৯:০৭

চাঁদপুরের জাহাঙ্গীর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত

অনলাইন ডেস্ক
চাঁদপুরের জাহাঙ্গীর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত

মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রিয় কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চাঁদপুরের জাহাঙ্গীর হোসেন।

গত ১৫ সেপ্টেম্বর ১১ টায় বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ১ম সম্মেলন ঢাকাস্থ মৈত্রী মিলনায়তনের ফরহাদ-মনিশিং ট্রাস্ট, পুরানা পল্টন ঢাকায় অনুষ্ঠিত হয়।

শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করে সরকারি-বেসরকারি বৈষম্য দূরকরন – এ শ্লোগান নিয়ে এবার প্রথম বারের মতো এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে । অন্তত: দেশের ৩০ জেলার শিক্ষক-শিক্ষিকাগণ এ সম্মেলনে যোগদান করে।

সন্মেলনে যোগদানকৃত শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে এবং তাদের প্রস্তাব ও সমর্থনের মধ্য দিয়ে চাঁদপুরের জাহাঙ্গীর হোসেনকে সন্মেলনের ২য় অধিবেশনে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

উল্লেখ্য বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় নবনির্বাচিত সভাপতি জাহাঙ্গীর হোসেন চাঁদপুর সদর উপজেলার বাগাদী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন । তিনি ২০০৪ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে ভূগোলে অর্নাস-মাস্টার্স শেষে ২০১০ সালে মতলবের নাওভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়ে শিক্ষকতা শুরু করেন। বর্তমানে তিনি বাগাদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ।

তিনি চাঁদপুর লেখক পরিষদ ও জাগরণ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং চাঁদপুর মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সম্মেলন পূর্ব বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ও যুব ইউনিয়ন কেন্দ্রিয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ।

তাঁর সহধর্মিণী একজন আদর্শ গৃহিণী এবং তিনি এক কন্যা সন্তানের জনক তিনি ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়