বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৩, ২১:১৮

শাহরাস্তিতে সম্পত্তি দখলের চেষ্টায় দুই জন আটক

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তিতে সম্পত্তি দখলের চেষ্টায় দুই জন আটক

শাহরাস্তি উপজেলার টামটা উঃ ইউনিয়নের রাজাপুরা মজুমদার বাড়িতে সম্পত্তি দখলের চেষ্টা কালে দুই জনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। এ ঘটনায় দুই জন আহত হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর দুপুরে সম্পত্তি গত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ১০ থেকে ১২ জন সঙ্ঘবদ্ধ হয়ে মোঃ আবুল হাসেমের সম্পত্তি দখলের চেষ্টা করে এসময় তারা সীমানা প্রাচীর ভেঙে ফেলে। উপায়ন্ত না দেখে আবুল হাসেমের পরিবারের সদস্যরা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে শাহরাস্তি থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে মোঃ কামরুজ্জামান ও আব্দুল কাদের নামের দুই জনকে আটক করে। অভিযোগকারী মোঃ আবুল হাসেমের ছেলে মোঃ কাউছার আলম জানান, প্রতিপক্ষের সাথে দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এনিয়ে বেশ কয়েকবার স্হানীয় ভাবে শালিশ বৈঠক বসলেও কোন সমাধান না হওয়ায় আমরা আদালতের আশ্রয় নেই। উক্ত মামলার রায় আমাদের পক্ষে আসলে বিবাদীগন উক্ত রায় অমান্য করে আমাদের সম্পত্তি ভাংচুর ও হামলা চালায়। এতে আমার বাবা আবুল হাসেম ও আমার ভাতিজি আমেনা আক্তার সেফালী আক্তার আহত হয়। তিনি দাবি করেন এঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। উক্ত ঘটনায় আটককৃতদের আদালতে সোপর্দ করে শাহরাস্তি থানা পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়