বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

ফরহাদ চৌধুরী
কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

সারাদেশের ন্যায় কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বৃহত্তম উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে থেকে মঙ্গলশোভাযাত্রা বের করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন কচুয়া পৌর মেয়র মোঃ নাজমুল আলম স্বপন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র, ব্যানার, পোস্টার, মোটরসাইকেল ও পিকআপ ভ্যানে সুসজ্জিত বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রাটি কচুয়া পৌর বাজারের প্রধান প্রধান সড়কসহ কচুয়া বিশ^রোড বাইপাস সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ এসে ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মিলিত হয়।

জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা সন্তোষ চন্দ্র সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইবনে আল জায়েদ হোসেন ও কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি ফণী ভূষন মজুমদার তাপু, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মানিক ভৌমিক, গীতা স্কুল পরিচালনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব চন্দ্র শীল, ইসকান উপজেলা শাখার সভাপতি নিমাই হরিদাস প্রমুখ। এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

একই দিনে উপজেলার সাচার, পালাখাল, দোয়াটি, মেঘদাইর, তুলপাই, ডুমুরিয়া, বায়েক, বিতারা, রহিমানগর, উত্তর শিবপুর, জগতপুরসহ বেশ কিছু স্থানে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়