বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৩, ২০:৪৩

হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ বাজার টাইলস্ ও স্যানেটারি ব্যবসায়ী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির কার্য-নির্বাহী পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহকৃত ১২ জন প্রার্থী মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকালে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৮ জন প্রার্থীর মনোনয়নপত্র তাৎক্ষনিক বৈধ ঘোষণা ও ৪ জনের মনোনয়নপত্র ত্রুটি থাকায় আপিল (আবেদন) করার সুযোগ দেওয়া হয়।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার মনিরুজ্জামান বাবলু,  নির্বাচন কমিশনার মো. বিল্লাল হোসাইন পাটওয়ারী ও সদস্য সচিব  মোহাম্মদ হাবীব উল্যাহ উপস্থিত ছিলেন। এদিতে আজ বুধবার (৬ সেপ্টেম্বর) ৪ জন প্রার্থীর আপিলের রায় এবং বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর আগে নির্বাচনে ৭ পদের বিপরীতে ১২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন। এর মধ্যে ৫ পদে একাধিক প্রার্থী ও ২ পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেন।

প্রার্থীরা হলেন, সভাপতি পদে গাজী মো. বিল্লাল হোসেন ও ইউসুফ প্রধানীয়া সুমন, সাধারণ সম্পাদক পদে মো. খোরশেদ আলম ও সাইফুল ইসলাম হীরা, সাংগঠনিক সম্পাদক পদে জানে আলম রাসেল ও মানিক হোসেন, কোষাধ্যক্ষ পদে মো. আরিফ, দপ্তর সম্পাদক পদে আব্দুল আউয়াল ও আজাদ হোসেন, প্রচার সম্পাদক পদে সাইফুল ইসলাম ও মো. শফিকুল ইসলাম মিয়াজী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে সজল দেবনাথ।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী আজ ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে সুবিধাজনক সময়ে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামি ১৬ সেপ্টেম্বর শনিবার হাজীগঞ্জ বাজারস্থ হোয়াইট হাউজে সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে একটানা ভোট গ্রহণ এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়