বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ২০:৫০

উইমেন চেম্বার নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময়

অনলাইন ডেস্ক
উইমেন চেম্বার নেতৃবৃন্দের  সাথে পুলিশ সুপারের মতবিনিময়

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ আগস্ট) সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এ সাক্ষাৎ হয়।

উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

সভার শুরুতে পুলিশ সুপারকে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে নেতৃবৃন্দ ও সদস্যগণ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

পুলিশ সুপার উপস্থিত চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

সভায় পুলিশ সুপার বলেন, চাঁদপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ, চাঁদপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চাঁদপুর জেলাকে “অধিকতর নিরাপদ ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলাই জেলা পুলিশের লক্ষ্য” । জেলার আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রেখে অপরাধ নিয়ন্ত্রন করা, সাইবার বুলিং, ইভটিজিং, যানযট নিরসন ও সামাজিক জনসচেতনতা বৃদ্ধি ও আস্থা অর্জনের মাধ্যমে উন্নত পুলিশিং সেবাকে জনগনের দোড়গোড়ায় পৌঁছে দেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

সমাজের সকল বাধা বিপত্তি অতিক্রম করে উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সকল সদস্যদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জানান এবং চাঁদপুর উইমেন চেম্বার যেভাবে তরুণ নারী উদ্যোক্তা তৈরীতে কার্যক্রম পরিচালনা করছে তার ভূয়সী প্রশংসা ও সর্বত্র এই প্রতিষ্ঠানের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।এছাড়া তাদের ব্যবসা প্রতিষ্ঠানসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিস্টদের নির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ( হাজীগঞ্জ সার্কেল) পংকজ কুমার দেসহ জেলার উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়