বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ৩৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ১৯:১৮

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা
অনলাইন ডেস্ক

চাঁদপুর জেলায় আসন্ন এইচএসসি , আলিম ও সমমানের পরীক্ষা ২০২৩ উপলক্ষে জেলা প্রশাসনের এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট ২০২৩ সোমবার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে পরীক্ষা সংশ্লিষ্টদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর, কামরুল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ সভা সঞ্চালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সুদীপ্ত রায়, জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবগণ। সভায় কুমিল্লা শিক্ষাবোর্ডের জন্য অনুসরণীয় বিষয়াবলি নিয়ে আলোচনা হয়।

সভায় উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষা রীতিমাফিক সুষ্ঠু পরিবেশে সুচারুরূপে সম্পন্ন করা এবং পরীক্ষা সুষ্ঠভাবে আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়