বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ জুলাই ২০২৩, ২২:১৪

আড়তে মাছ নেই খালি পড়ে আছে ইলিশ ওজনের পাল্লা

জাটকা রক্ষায়

অনলাইন ডেস্ক
আড়তে মাছ নেই খালি পড়ে আছে ইলিশ ওজনের পাল্লা

পদ্মা-মেঘনা নদীতে দুই মাস, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে নামলেও দেখা মিলছে না ইলিশের। অথচ আষাঢ় পেরিয়ে শ্রাবণের ১৬ তারিখ চলে গেল। নদী ও সাগরে ইলিশের তেমন একটা দেখা মিলছে না। তাই ইলিশের পাইকারী বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের আড়ৎগুলো ফাঁকা। এই সময়ে যেখানে হাজার হাজার মন ইলিশ ঘাটে আসতো। সারাদিন সেখানে মিলছে দেড় দুইশ মন ইলিশ। চাঁদপুর মৎস্য ব্যবসায়ি সমিতির সভাপতি মানিক জমাদার জানান, গভীর সমুদ্র, উপকূলীয় এলাকা ও নদ নদীতে ইলিশ নেই। এজন্যে ঘাটের এমন অবস্থা। সকালে একঘন্টার মধ্যেই বেচাকেনা শেষ। আড়তে ইলিশ ওজনের পাল্লাগুলো এভাবেই খালি পড়ে আছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়