বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ২১:৫০

জনতা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম

অনলাইন ডেস্ক
জনতা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে প্রতিষ্ঠিত জনতা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম ভাবে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

জানাযায়, বিদ্যালয়ের দক্ষিণ পাশের ভবনের উপরে যে ভবন নির্মাণ করা হচ্ছে সে ভবনে ১ নং ইট ব্যবহার না করে পুরনো শেওলা যুক্ত ইট ও ইটের সুরকি ব্যবহার করা হচ্ছে।

এমনকি নিম্নমানের বালি ব্যবহার করা হয়। ঠিকাদারের অনিয়মের বিষয়ে স্থানীয় লোকজন তাকে বললেও কোন কর্ণপাত করেননি।যার ফলে

স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। কাজ তদারকি ও সঠিক ভাবে করার জন্য স্থানীয়দের মাধ্যমে কাজ করার দায়িত্ব দেওয়া হলেও পূর্বের ন্যায় অনিয়ম ভাবে কাজ করা হচ্ছে। এনিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, কাজের ঠিকাদার শেওলা যুক্ত পুরনো ইট দিয়ে নিম্নমানের বালি ব্যবহার করে কাজ করায় এলাকার লোকজন কাজ বন্ধ করে দেয়। পরে এলাকার লোকজনকে কমিটি গঠন করে কাজ বুজে নেওয়ার দায়িত্ব দেওয়া হয়।

এব্যাপারে কাজের ঠিকাদার বলেন, আমি ১ নাম্বার ইট দিয়ে কাজ করছি।এলাকার লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে কাজ বুজে নেওয়ার জন্য।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়