প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৭:২৪
হাজীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা মৎস্য অফিসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ " এ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে উপজেলা মৎস কর্মকর্তার কার্যালয়ে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মৎস সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধির অর্জনে মৎস অধিদপ্তর ২৪ জুলাই থেকে ৩০ জুলাই জাতীয় মৎস সপ্তাহ পালিত হবে।
|আরো খবর
সভায় সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন উপজেলা মৎস কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদুল হাছান। এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, খালেকুজ্জামান শামীম, গাজী সালাউদ্দিন, সাংবাদিক শাখাওয়াত হোসেন শামীম প্রমুখ।