বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ২১:২৫

বিভিন্ন দাবী আদায়ে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

গোলাম মোস্তফা
বিভিন্ন দাবী আদায়ে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির মানববন্ধন

চাঁদপুরের প্রাইভেট অ্যাম্বুলেন্স কারের আয়কর বিআরটিএ কর্তৃক (AIT) নেওয়া বাতিল সহ বিভিন্ন দাবী নিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতি চাঁদপুর জেলা শাখা।

গতকাল সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের সামনে অ্যাম্বুলেন্স মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে এসময় সংগঠনের পক্ষ থেকে বক্তারা বলেন,২৫ জুলাই থেকে প্রাইভেট অ্যাম্বুলেন্স কারের আয়কর বিআরটিএ কর্তৃক (AIT) নেওয়া বাতিল করতে হবে,এ্যাম্বুলেন্স চলাচলের জাতীয় নীতিমালা প্রনয়ন করতে হবে, মানব কল্যাণে এবং জরুরি চিকিৎসার স্বার্থে

অ্যাম্বুলেন্সের টোল ফ্রি ঘোষণা বাস্তবায়ন করতে হবে, সকল হাসপাতালে সমূহে এ্যাম্বুলেন্স পার্কিংয়ের সুবিধা দিতে হবে,রোগী এ্যাম্বুলেন্সে থাকা অবস্থায় দ্রুত ডিপো থেকে গ্যাস দিতে হবে ও সর্বোপরি সড়কে ট্রাফিক বিভাগের হয়রানী বন্ধ করার জোরালো দাবি জানানো হয়।

এ দাবীসমূহ সংশ্লিষ্টদের দ্রুত বাস্তবায়নের দাবি জানানো হয়। না হলে এই সকল দাবি আদায়ে কঠোর কর্মসূচী গ্রহণ করা এবং প্রয়োজনে অনির্দিষ্ট কালের জন্য সারা দেশে একযোগে সকল প্রাইভেট এ্যাম্বুলেন্স বন্ধ করে দেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন,চাঁদপুর অ্যাম্বুলেন্স মালিক কল্যান সমিতির

সভাপতি এম এ সাত্তার সিদ্দিকী,সহ সভাপতি মাজহারুল আলম,উপদেষ্টা মাসুদ হোসেন,সুমন চৌধুরী,সদস্য আব্দুল হামিদ খান,শাহ আলম পাটওয়ারী,সাইফুল ইসলাম,নজরুল ইসলাম,মোঃ মিন্টু কাজী,মোঃ দেলোয়ার পাটওয়ারী,মাহবুব,জাহাঙ্গীর আলম প্রমুখ।

উল্লেখ্য সারাদেশে এক যোগে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি উল্লেখিত দাবি সমূহ আদায়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়