বুধবার, ২৭ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ১৫:২৬

ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের কমিটি গঠন

রেদওয়ান আহমেদ জাকির
ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের কমিটি গঠন

ঐতিহ্যবাহী মতলব দক্ষিণ উপজেলার ফ্রেন্ডস’৯৯ সামাজিক সংগঠনের কমিটি গঠন করা হয়েছে। ১০ জুলাই রাতে স্থানীয় থানা রোড এলাকায় সভায় এ কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে বাদশা ফয়সাল কবিরকে সভাপতি, মোতালেব হোসেন রাজুকে সাধারণ সম্পাদক ও সরফুদ্দিন মৃধাকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূণাঙ্গ কমিটি গঠন করার বিষয়েও সিদ্ধান্ত গৃহিত হয়। এছাড়াও জানুয়ারী’২৪ এর পুনরায় কার্যকরী কমিটি গঠন করা হবে।

উল্লেখ্য এ সংগঠনটি ২০১৯সালে আত্মপ্রকাশ করেছে। এ সংগঠনের মাধ্যমে বৃক্ষরোপন, ফ্রেন্ডস’৯৯ বন্ধুদের আর্থিক সহায়তা প্রদান, টিউবওয়েল স্থাপন, অসহায় ও হতদরিদ্রদের সহায়তা প্রদান, শিক্ষা বৃত্তি প্রদান বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত হয়ে আসছে।

এ সংগঠনটি ভবিষ্যতে রেজিষ্ট্রেশন করে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা এবং ফ্রেন্ডস’৯৯ বন্ধুদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোতালেব হোসেন রাজু।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়