মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩, ২২:০২

ছেংগারচর পৌরসভায় নৌকার গণসংযোগ

পৌরসভাকে নান্দনিক রূপ দেয়ার জন্য নৌকায় ভোট দিন

--- মেয়র প্রার্থী আরিফ উল্যাহ সরকার

মাহবুব আলম লাভলু
পৌরসভাকে নান্দনিক রূপ দেয়ার জন্য নৌকায় ভোট দিন

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার বলেছেন, ছেংগারচর পৌরসভার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে এবং বর্তমান সরকারের বাস্তবায়নাধীন উন্নয়ন কর্মকান্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান ব্যক্ত করেছেন।

আরিফ উল্যাহ সরকার বলেন, দীর্ঘদিনের অনুন্নত পৌরসভাকে নান্দনিক রূপ দেওয়ার জন্য নৌকায় ভোট দিন। টেকসই উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করে আধুনিক, সুন্দর পরিচ্ছন্ন, বাসযোগ্য ও নান্দনিক পৌরসভা বিনির্মাণের জন্য নৌকা প্রতীকে ভোট চাই। তিনি বলেন, বাংলাদেশের গণমানুষের দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ সরকারের আমলে ছেংগারচর’সহ বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে। উন্নয়নের সেই ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট ছেংগারচর পৌরসভা গড়তে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোটদানের জন্য আহ্বান জানাচ্ছি।

মঙ্গলবার (৪ জুলাই) সকালে ছেংগারচর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের বড় মরাদোন গ্রামে তিনি গণসংযোগ করেন। এ সময় উপজেলা যুবলীগের সহ-সভাপতি কামরুজ্জামান ইয়ার’সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়