মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ জুন ২০২৩, ২১:১২

ফরিদগঞ্জে ক্যাবল ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

এমরান হোসেন লিটন
ফরিদগঞ্জে ক্যাবল ব্যবসায়ীর উপর হামলা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজারের ক্যাবল নেটওয়ার্কের ব্যবসায়ী মোঃ তুহিন আহমেদ হিরন হাজীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী। ১২ জুন সোমবার বিকেলে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আনন্দ বাজার ব্যবসায়ী মোঃ হিরন হাজীকে হত্যার উদ্দেশ্য হামলা করেছে পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ এমরান হোসেন তালুকদার। তারা আরো বলেন, হিরন হাজী ও এমরান মেম্বার একই এলাকায় ক্যাবল নেটওয়ার্কের ব্যবসা করে আসছে। গত ১০ জুন রাত ১১ টার দিকে হিরন হাজী ইন্টারনেটের সংযোগ দেওয়ার জন্য পশ্চিম সাহাপুর নওশা গাজী বাড়িতে যায়। সেখানে পূর্ব পরিকল্পিত ভাবে এমরান মেম্বার এবং তার ভাই হেলাল ও তার সাঙ্গপাঙ্গরা সংযোগ দিতে বাঁধা প্রদান করে, এ সময় সংযোগ প্রদানের একপর্যায়ে এমরান মেম্বার এবং তার ভাই ও তাদের সাঙ্গপাঙ্গরা দেশী অস্ত্রশস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্য হিরনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে হিরন হাজীর মাথা পেটে যায় এবং প্রচুর রক্তক্ষরন হয়। গুরুতর আহতবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করায়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মানববন্ধনে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী এমরান মেম্বার ও তার সহযোগীদের বিচার দাবী করেন। মানববন্ধনে উপস্থিত ছিলেন আনন্দবাজারের ব্যবসায়ী আমির হোসেন, ইসমাইল হোসেন, মোঃ টিটু, শাহ আলম, আকরাম, মোঃ মানিক, মোঃ টেলু, এলাকাবাসীর মধ্যে ছিলেন, বসু কাজী মমিনুল ইসলাম, মোস্তফা, বোরহান উদ্দিন সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ। এ সময় এলাকাবাসী সন্ত্রাসী এমরান মেম্বারের উপর বিভিন্ন রকমের ক্ষোব প্রকাশ করেন। এ বিষয়ে ফরিদগঞ্জ থানার সহকারি উপপুলিশ পরিদর্শক (এএসআই) আমজাদ হোসেন বলেন, জরুরী সেবা (৯৯৯) কল পেয়ে মারামারির ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয়পক্ষকে থানায় অথবা আদালতের স্বরনাপন্ন হওয়ার জন্য বলেছি। হাসপাতলে আহত হিরণের সাথে কথা হলে তিনি বলেন, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি আইনের আশ্রয় নিবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়