মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৬ জুন ২০২৩, ১৮:০১

মতলবে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান

রেদোয়ান আহমেদ জাকির
মতলবে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষাবৃত্তি প্রদান

দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা চাঁদপুরের তত্ত্বাবধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ৬ জুন সকাল ১১টায় মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিস মিলনায়তনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় এবং বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। "তথ্য প্রযুক্তির সর্বাত্মক ব্যবহারই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে" এই বিষয়ের উপর বিতর্কে অংশগ্রহণ করে নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্স আপ বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের দলনেতা ফাতেমা আক্তার সুরভী।

অনুষ্ঠানে রয়মনেননেছা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়ন্তী রানী সাহার সভাপ্রধানে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুক্তার আহাম্মদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চাঁদপুর এর সহকারী পরিচালক মো. আতাউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলী রেজা আশরাফী, উপজেলা শিক্ষা অফিসার আছিয়া বেগম, বিতর্ক প্রতিযোগিতার বিচারক প্যানেলের সদস্য দৈনিক চাঁদপুর কন্ঠের নিজস্ব প্রতিনিধি ও নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ। পরে বিতর্কে অংশ গ্রহণকারী দু'দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দুইজন শিক্ষার্থীর মাঝে দুদকের পক্ষ থেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়