প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ২২:২৫
হাইমচরে এমজেএস বালিকা উবি এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জমকালো আয়োজনের মধ্য দিয়ে হাইমচর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপীঠ এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার উদ্বোধন করা হয়েছে। এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠানের উদ্বোধন করেন চরভৈরবী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউসুফ জুবায়ের শিমুল। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, খেলাধুলা মন ও শরীলকে ভাল রাখার অন্যতম মাধ্যম। প্রতিটি শিক্ষার্থীকে পড়া লেখার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহন করা প্রয়োজন। কারন ভাল ফলাফল অর্জন করতে খেলাধুলার গুরুত্ব অনেক। তিনি বলেন, তোমরা পড়ালেখা করে ভাল ফলাফল অর্জন করে এ প্রতিষ্ঠানের সুনাম বাড়াবে। এমনিতেই এ প্রতিষ্ঠানের ফলাফলে অনেক সুনাম রয়েছে। তোমরা এ সুনামকে ধরে রেখে নিজেদের জীবনকে আরও সুন্দর করে গড়ে তুলবে।
|আরো খবর
শনিবার সকালে হাইমচরে চরভৈরবীতে এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে বিদ্যালয়ের গভার্নিংবডি সভাপতি ও চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য এসএম আল মামুন সুমনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আহম্মেদ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন এমজেএস বালিকা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুব রহমান, হাইমচর উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান এসএম কবির, উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান পাটওয়ারী, হাইমচর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সরকার, গাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ, চরভৈরবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজুর রহমান, চরভৈরবী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ফকির। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন, সাবেক ইউপি সদস্য মোঃ মানিক দেওয়ান, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি মোঃ মহসিন পাটওয়ারী, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাহেদ হোসেন দিপু, যুগ্ন সম্পাদক সাজ্জাদ হোসেন রনি, সাংগঠনিক সম্পাদক হাসান আল মামুন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোঃ জাহিদ হোসেন কোতওয়ালসহ প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।