বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২২, ২১:১৩

হাজীগঞ্জে বিএনপি নেতা নাজমূল আলম চৌধুরীর দাফন সম্পন্ন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জে বিএনপি নেতা নাজমূল আলম চৌধুরীর দাফন সম্পন্ন

হাজীগঞ্জ পৌরসভা বিএনপি'র সভাপতি,  চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি, হাজীগঞ্জ উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও হাজীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল আলম চৌধুরী (৫০) ২ দফা জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার রাত পৌনে ১০ টার দিকে হাজীগঞ্জ বাজারস্থ চৌধুরী পাড়ার নিজ বাসায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী দুই ছেলেসহ হাজার হাজার রাজনৈতিক, ব্যাবসায়িক ও সামাজিক গুনগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি দূরারোগ্য ক্যান্সারে ভূগছিলেন। 

 মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাদ জোহর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে প্রথম জানাজা ও চৌধুরী পাড়া মসজিদে জানাজা শেষে চৌধুরী পাড়াস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গাজী মাঈনুদ্দিন , কেন্দ্রীয় বিএনপির কার্যকরি কমিটির সদস্য ও হাজীগঞ্জ শাহরাস্তি বিএনপির সমন্ময়ক ইঞ্জিনিয়ার মমিনূল হক, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আ রহিম পাটোয়ারীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, আওয়ামীলীগ, ব্যবসায়ীবৃন্দসহ কয়েক হাজার মুসল্লি অংশ নেন।

উল্লেখ্য, নাজমূল আলম চৌধুরী হাজীগঞ্জ বাজারস্থ ঐতিহ্যবাহী চৌধুরী পাড়ার চৌধুরী পরিবারের সন্তান ও হাজীগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরীর ছোট ভাই।  তিনি ছিলেন হাজীগঞ্জ বাজারের বনেদি ব্যাবসায়ী ও হাজীগঞ্জের ধড্ডা চৌধুরী বাড়ির মৃত আবদুল মান্নান চৌধুরীর সন্তান। নাজমূল আলম চৌধুরী নিজে ও সুনামের সহিত ডিষ্টিবিটরের ব্যবসায়ী ছিলেন। তাঁর মৃত্যুতে হাজীগঞ্জেরর রাজনৈতিক অঙ্গন ও ব্যবসায়ীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। 

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়