বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২, ২১:২১

ঘোষপাড়া দুর্গা মন্দিরে লোকনাথ ব্রহ্মচারী ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন মোঃ জিল্লুর রহমান জুয়েল

আমরা যে ধর্মের হই না কেন রাষ্ট্রে সবার অধিকার সমান

স্টাফ রিপোর্টার
আমরা যে ধর্মের হই না কেন রাষ্ট্রে সবার অধিকার সমান

চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেছেন, আমরা যে স্বাধীন রাষ্ট্রটিতে আছি, সেটি অনেক কষ্টের অর্জনের রাষ্ট্র। এক সাগর রক্তের বিনিময়ে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমাদের এই বাংলাদেশ অর্জিত হয়েছে। সেই রক্তে মুসলমান হিন্দু-বৌদ্ধ-খ্রিস্ট্রান কোনো ভেদাভেদ নেই। সকলেরই রক্ত জড়িয়ে আছে। আমরা যে ধর্মেরই হই না কেন রাষ্ট্র আমাদের সমান অধিকার দিয়েছে। সুতরাং যতোদিন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি থাকবে, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি রাষ্ট্র পরিচালনায় থাকবে সকল ধর্মের মানুষ তাদের অধিকার নিয়ে বেঁচে থাকবে। ইনশাআল্লাহ সামনে জাতীয় নির্বাচন। আপনারা অতীতের ন্যায় দেশরত্ম প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আপনাদের প্রিয় নেত্রী চাঁদপুর সদর আসনের তিনবারের সংসদ ও শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনির সাথে থাকবেন। আমি আপনাদের পাশে আছি।

তিনি ১৫ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর শহরের পুরাণবাজার ঘোষপাড়া সর্বজননীন দুর্গা মন্দির ও আদি শীতলা খোলায় শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী ঘৃত প্রদীপ প্রজ্জ্বলন উৎসব ধর্মীয় আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি পরেশ মালাকার ও পৌর ২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মালেক শেখ। রতন ঘোষের সভাপতিত্বে ও জুয়েল কান্তি নন্দুর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ উজ্জ্বল তালুকদার।

এ সময় জেলা জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক কার্তিক সরকার, জেলা পূজা উদ্যাপন পরিষদের লিটন সাহা, লিটন মজুমদার, পৌর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি নেপাল সাহা, সুমন সরকার জয়সহ স্থানীয় গৃহীত প্রদীপ প্রজ্জলন উৎসব কমিটির সকল কর্মকর্তাবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া লোকনাথ ব্রহ্মচারীর শতশত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় দুই শতাধিক সনাতন ধর্মাম্বলী ভক্তবৃন্দ সারাদিন উপহাস থেকে ঘৃত প্রদীপ প্রজ্জলন উৎসবে মানষ কামনায় অংশ নেন। ঘোষপাড়া সর্বজনীন ব্রক্ষ্মপূজা কমিটির প্রতিষ্ঠালগ্নের সদস্যবৃন্দ ধর্মীয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়