শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ নভেম্বর ২০২২, ১৯:১৮

শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন

শাহরাস্তি ব্যুরো
শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে মশা নিধন কর্মসূচির উদ্বোধন

শাহরাস্তি উপজেলা সদর সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে মশা নিধন ও পরিস্কার পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১২ নভেম্বর সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হুমায়ুন রশিদ। এসময় তিনি সোসাইটির কর্মকান্ডের সন্তোষ প্রকাশ করে বলেন, এ ধরনের কর্মসূচি পালনে সবাইকে এগিয়ে আসতে হবে। এটি একটি ভালো কাজ, সকলের উচিত সমাজ গঠনে সহায়তা করা। এসময় উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি তাজুল ইসলাম সুমন, সাধারণ সম্পাদক মোঃ মঈনুল ইসলাম কাজল, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান রাজিব, ইঞ্জিনিয়ার সোহাগ মজুমদার, কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, আরিফুর রহমান পাটোয়ারী, গাজী মোঃ ইউনুছ, প্রমূখ। সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে প্রত্যেক বাসা বাড়িতে পরিস্কার পরিচ্ছন্ন ও মসা নিধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান সোসাইটির নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়