বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২, ২০:০৮

এখন নদীতেও গজার ধরা পড়ছে...

মিজানুর রহমান
এখন নদীতেও গজার ধরা পড়ছে...

চাঁদপুর নৌ সীমানার পদ্মা-মেঘনা নদীতে ইলিশের বদলে পাঙ্গাশ, বোয়াল, আইড়ের পর এখন গজার মাছও ধরা পড়ছে। মঙ্গলবার বেলা ১২টার সময় শহরের বড়স্টেশন মাছঘাটে গিয়ে দেখা যায় নদীতে ধরা পড়া গজার মাছ ওজনে বিক্রি করা হচ্ছে। রব চোকদার আড়তে চাপ জালে ধরা পড়া দুই থেকে আড়াই কেজি ওজনের ৫-৬টি গজার মাছ মুহূর্তের মধ্যে ব্যবসায়ীরা কিনে নিয়েছে। জিজ্ঞেস করতেই আড়ৎ থেকে বলা হয়, বড়স্টেশন মোলহেড এলাকায় স্থানীয় জেলেদের চাপ জালে এই মাছ পাওয়া যায়। সাধারণ গজার মাছ পুকুরে হয়। সেই মাছ এখন নদীর জালেও ধরা পড়ছে। ছবি ও প্রতিবেদন : মিজানুর রহমান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়