মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ মে ২০২২, ২১:১৪

সামাজিক সংগঠন আলোকিত সাহাপুরের কমিটি গঠন

সামাজিক সংগঠন আলোকিত সাহাপুরের কমিটি গঠন
মোঃ মঈনুল ইসলাম কাজল

শাহরাস্তি উপজেলার সামাজিক সংগঠন আলোকিত সাহপুরের নতুন কর্যকরী কমিটি গঠন করা হয়েছে। ৩ মে সংগঠনের এক সভায় ভোটাভুটির মাধ্যমে নতুন এ কমিটি গঠন করা হয়।

শাহরাস্তি উপজেলার আলোচিত এ সামাজিক সংগঠন সমাজের বিভিন্ন প্রর্যায়ে ব্যাপক অবদান রেখে সকলের দৃষ্টি কেড়ে নিয়েছে। সমাজের বিভিন্ন স্তরের সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে ব্যপক সাড়া জাগিয়েছে আলোকিত সাহাপুর।

সংগঠনের ৩ বারের সভাপতি মোঃ শহীদুল ইসলাম সোহেল এবারো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সহ-সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক সুজন রায় চৌধুরী, সিঃ সহ- সাধারণ সম্পাদক মোঃ শাহ্ জালাল, সহ- সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক এসএম শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক এম এইচ ফজলে রাব্বী, সহ-অর্থ মোঃ নূর হোসেন, প্রচার সম্পাদক বিজয় কৃষ্ণ দাস, সহ-অর্থ আব্দুল জোবায়েদ সেজান, আন্তর্জাতিক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ ওয়াশিম নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি মোঃ শহীদুল ইসলাম সোহেল জানান, এলাকার জনগণকে একত্রিত করে কিভাবে মানুষের সেবা করা যায় এটিই আমাদের লক্ষ্য।

এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন করার জন্য আমরা কাজ করে যাবো। একটি আদর্শ গ্রাম উপহার দিতে চাই। সমাজের প্রতিটি মানুষের মাঝে আলো ছড়াতে আমরা কাজ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়