বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ২৩:৩৯

চাঁদপুরে ৫৪তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন ও পুরস্কার বিতরণ

স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই

.---------- চাঁদপুরে জেলা প্রশাসক নাজমুল ইসলাম

মো. জাকির হোসেন
স্মার্ট বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই

চাঁদপুর আধুনিক স্টেডিয়াম-এ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ৫৪তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির জেলা পর্যায়ের প্রতিযোগিতা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল ৯:৩০ মিনিটে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এবং দিনভর জমজমাট লড়াই শেষে বিকেলে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ-এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

motion-photo-2424885806772338435

চাঁদপুর জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক জনাব মোঃ নাজমুল ইসলাম সরকার। তিনি জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাঠের এই লড়াই তাদের মধ্যে নেতৃত্বের গুণাবলি এবং দেশপ্রেম জাগ্রত করবে, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"

motion-photo-8211970228936202242

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জনাব নাজমুন নাহার এবং অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. খায়রুল ইসলাম। আমন্ত্রিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।

motion-photo-6123592705494293211

প্রতিযোগিতায় জেলার ৮টি উপজেলা-র মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সেরা অ্যাথলেটরা অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, ক্রিকেটভলিবলসহ বিভিন্ন ইভেন্টে অংশ নেয়।

সমাপনী বক্তব্যে জেলা শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রুহুল্লাহ প্রতিযোগিতার সফল সমাপ্তিতে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, "এখান থেকে বাছাইকৃত সেরা বিজয়ীরা জাতীয় পর্যায়ে চাঁদপুরের সুনাম অক্ষুণ্ণ রাখবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করছি।"

motion-photo-1347732988737025977

অনুষ্ঠানে জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শরীরচর্চা শিক্ষক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়