বুধবার, ০১ অক্টোবর, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৮

২১তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫

শিরোপার জন্যে শুক্রবার লড়বে মতলব উত্তর ও ফরিদগঞ্জ

চৌধুরী ইয়াসিন ইকরাম
শিরোপার জন্যে শুক্রবার লড়বে মতলব উত্তর ও ফরিদগঞ্জ

আগামী শুক্রবার (৩ অক্টোবর ২০২৫) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২১ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ। ফাইনালে শিরোপার জন্যে লড়বে মতলব উত্তর ও ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টে অংশ নিয়েছিলো জেলার ৮ উপজেলা। গত ২২ সেপ্টেম্বর সোমবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এ সময় জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট উপলক্ষে চাঁদপুরের ৮ উপজেলাকে দুটি গ্রুপে ভাগ করা হয়। ‘ক’ গ্রুপে ছিলো শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলা ক্রীড়া সংস্থা এবং ‘খ’ গ্রুপে ছিলো চাঁদপুর সদর, মতলব উত্তর, ফরিদগঞ্জ ও হাইমচর উপজেলা ক্রীড়া সংস্থার ফুটবল দল।

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শুক্রবার অংশ নিয়েছিলো শাহরাস্তি উপজেলা ও মতলব উত্তর উপজেলা। শাহারাস্তিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠে মতলব উত্তর উপজেলা। অপরদিকে শনিবার টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে অংশ নিয়েছিল শক্তিশালী চাঁদপুর সদর উপজেলা ও মতলব উত্তর উপজেলা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মতলব উত্তরের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় চাঁদপুুর সদর উপজেলা।

চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ২১ তম জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন থেকে সেমিফাইনাল পর্যন্ত খেলাগুলোর মধ্যে প্রথম সেমিফাইনাল খেলাটি হয় অনাকাঙ্ক্ষিতভাবে। শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলার খেলার মধ্যে মাঝামাঝি সময় খেলোয়াড় ও দলকে বুঝানোর জন্যে মাঠে নামতে হয় জেলা প্রশাসককে। যদিও ওই ম্যাচে ফরিদগঞ্জের অভিযোগ ছিলো শাহরাস্তি ভালো আচরণ করেনি এবং অপরদিকে শাহরাস্তি দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিযোগ ছিলো, ম্যাচের খেলা চলাকালীন রেফারী পক্ষপাতমূলক আচরণ করেছে।

টুর্নামেন্টের ফাইনাল নিয়ে ফরিদগঞ্জের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠক নুরুন্নবী নোমানের সাথে আলাপ করলে তিনি জানান, ইনশাল্লাহ আমাদের দলের খেলোয়াড়রা সকলেই ভালো খেলছেন। তারা যদি তাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন, তাহলে আমরা আবার পুনরায় শিরোপা জয়লাভ করতে পারবো। আমাদের প্রতিপক্ষ মতলব দলটি অনেক ভালো। তারাও ভালো খেলা উপহার দিয়েছে মাঠে। ফাইনালটি আশা করি অনেক সুন্দর হবে এবং দর্শকরাও খেলা দেখে আনন্দ পাবে। আমরা যেন জয়লাভ করতে পারি এ জন্যে সকলের দোয়া চাই।

মতলব উত্তর উপজেলা দলের সমর্থক ও সাবেক খেলোয়াড় অ্যাড. জসিম উদ্দীনের সাথে আলাপ করলে তিনি জানান, আমাদের দলের খেলোয়াড়রা শুরু থেকেই ভালো খেলা খেলে আসছেন। অনান্যবারের তুলনায় এবারের দলটি অনেক গোছানো । দলের মধ্যমাঠ ও রক্ষণভাগ শক্তিশালী। দলের সকল খেলোয়াড় নিজেদের মধ্যে বোঝাপড়া করে খেলেন। শক্তিশালী ফরিদগঞ্জের সাথে আমাদের দল ভালো খেলোয়াড় উপহার দেবে দর্শকদের। আশা করি সকলের দোয়া থাকলে আমরা শিরোপা নিয়ে বাড়ি ফিরবো।

চাঁদপুর স্টেডিয়ামে নিয়মিত খেলা দেখতে আসা ক্রীড়ামোদী কয়েকজন দর্শক বলেন , আমরা টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলাটি দেখলাম। স্বাগতিক দল চাঁদপুুর সদরের খেলোয়াড়দের ও কর্মকর্তাদের অহমিকা ও ভাবের কারণে দলটি শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছতে পারল না। আশা করি ভবিষ্যতে স্বাগতিক দল হিসেবে এগুলো পরিহার করেই তারা মাঠে নামবে। আগামী শুক্রবার অনুষ্ঠিত ফাইনাল খেলাটিও আশা করি অনেক সুন্দর হবে। ফাইনালে ওঠা দু দলই অনেক শক্তিশালী এবং গোছানো খেলা খেলে যাচ্ছে। দুদলই এর আগে শিরোপা জয়ের স্বাদ নিয়েছেন। আশা করি বৃষ্টি যদি না হয় দর্শকরা সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়