শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট ৯০ যানবাহনে তল্লাশি।। ১২ মামলায় ৬০ হাজার টাকা জরিমানা, ৬ গাড়ি জব্দ
  •   হরিণা থেকে দু মাদক ব্যবসায়ী আটক
  •   কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ লক্ষ্মীপুর পৌরসভার ৩৯ জনের তথ্য চেয়েছে দুদক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১২

১৬টি দল নিয়ে সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ১২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে
১৬টি দল নিয়ে সৌদি আরবে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ১২ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে

সৌদি আরব প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলন রাজধানী রিয়াদের ইয়াসমিন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রবাসের মাটিতে এই প্রথম বৃহত্তর পরিসরে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার লক্ষ্যে প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ১২ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হতে যাচ্ছে। এ লিগের সিইও মো. মকবুল হোসেন সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিমিয়ার লিগ বিষয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন। বাংলাদেশের ১৬টি জেলার প্রবাসী ক্রিকেট দল এ লীগে অংশ নিচ্ছেন এবং সৌদি আরব ক্রিকেট বোর্ডের মাধ্যমে খেলার অনুমতি সংক্রান্ত লাইসেন্স নিয়েছেন বলেও তিনি জানান।

ফখরুল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের কার্যকরী সদস্য স্বপন আহমেদ হৃদয় ও মো. সালাউদ্দিন আহমেদ । সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, যমুনা টিভির সৌদি আরব প্রতিনিধি সেলিম উদ্দিন দিদার, মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম হৃদয় সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যম কর্মীরা।

আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ক্রিকেট আসরে বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রিকেটার তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, আবিদ হোসেন সামি ও পাকিস্তানের শাহিদ আফ্রিদি। বাংলাদেশ এবং পাকিস্তানের ৫০ জন আইকনিক ক্রিকেটার খেলায় অংশ নেবেন। খেলার মাঠে আইন-শৃঙ্খলা এবং ক্রিকেটারদের নিরাপত্তার জন্যে কঠোর ব্যবস্থাগ্রহণ করা হয়েছে। প্রবাস বাংলা প্রিমিয়ার লিগ ২০২৫ টুর্নামেন্টকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়