রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩১ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২২, ০০:০০

বিসিবি কাউন্সিলর কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

জয় পেলো চাঁদপুর শেখ কামাল স্পোর্টস্ ও গাজীপুর ক্রিকেট একাডেমী

জয় পেলো চাঁদপুর শেখ কামাল স্পোর্টস্ ও গাজীপুর ক্রিকেট একাডেমী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

চাঁদপুর স্টেডিয়ামে চলমান বিসিবি কাউন্সিলর কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে জয় পেয়েছে শেখ কামাল স্পোর্টস্ একাডেমী, চাঁদপুর ও গাজীপুর ক্রিকেট একাডেমী, ঢাকা। শুক্রবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সকালের ম্যাচে ঢাকা ১০/১২ একাডেমীর সাথে চাঁদপুর শেখ কামাল স্পোর্টস একাডেমী জয়লাভ করে। আর দিনের দ্বিতীয় অর্থাৎ বিকেলের খেলায় বৃষ্টি বিঘিœত ম্যাচে প্যারাভোলা নিয়মে চট্টগ্রাম লায়ন্সের সাথে জয়লাভ করে গাজীপুর ক্রিকেট একাডেমী, ঢাকা।

শুক্রবার সকালের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখ কামাল স্পোর্টস একাডেমী। নির্ধারিত ২০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে দলটি ১৪৯ রান সংগ্রহ করে। শেখ কামালের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ হৃদয় ৪৬ ও আলাদিন ৪৪ রান করেন। বল হাতে ঢাকার আবির ২৯ রানের বিনিময়ে ৫ উইকেট নেন।

ঢাকার দলটি ১৫০ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ৫৮ রান তুলতে গিয়ে সবক’টি উইকেট হারিয়ে ফেলে। বল হাতে শেখ কামালের সহিদ ৪ রানে ৩টি ও আলাউদ্দিন ১৭ রানে ২টি উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন শেখ কামালের আলাউদ্দিন।

বিকেলের খেলায় টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করে গাজীপুর। তারা ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রান করে। দলের পক্ষে পারভেজ ২৯ বলে সর্বোচ্চ ৭৯ ও রায়হান ১৮ বলে ৪৪ রান করেন।

চট্টগ্রাম লায়ন্স ২০৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পরেই বৃষ্টি শুরু হয়। প্যারাভোলা নিয়মে তাদেরকে ১০ ওভারে ১৪৫ রানের টার্গেট দেয়া হয়। তারা ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৩ রান করেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টের মিডিয়া পার্টনার স্টার লাইভ, দৈনিক চাঁদপুর কণ্ঠ, ফোকাস মোহনা ও চাঁদপুর বার্তা। টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়