রবিবার, ১১ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২৮ জুন ২০২২, ০০:০০

ঢাকায় বিসিবি কাপ ক্রিকেট-২০২২

খুলনাকে ৬১ রানে হারিয়ে ফাইনালে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী

খুলনাকে ৬১ রানে হারিয়ে ফাইনালে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী
চৌধুরী ইয়াসিন ইকরাম ॥

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত বিসিবি কাপ ক্রিকেটের ফাইনালে উঠেছে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী। আগামীকাল বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ঢাকা মিরপুর সিটি ক্লাব মাঠে সোমবার অনুষ্ঠিত সেমিফাইনালে মুখোমুখি হয় খুলনা ক্রিকেট একাডেমী বনাম ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমী। খেলায় খুলনাকে ৬১ রানে হারিয়ে ফাইনালে উঠে চাঁদপুর। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে নির্বাচিত হন ক্লেমন চাঁদপুরের অনুরাগ মিত্র।

সোমবারের খেলায় খুলনা টসে জয়লাভ করে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান। চাঁদপুর ৪৬ ওভার ২ বলে সবক’টি উইকেট হারিয়ে ২২১ রান করে। দলের পক্ষে ব্যাট হাতে আঃ মোতালেব তরুণ ৩৯ বলে ৫৫ রান ও আশিক ২৮ বলে ৪৬ রান করেন।

খুলনা ক্রিকেট একাডেমী ২২২ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ১৬০ রান করতে গিয়ে সবক’টি উইকেট হারিয়ে ফেলেন। বল হাতে ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর অনুরাগ মিত্র ২৯ রানে ৩টি ও শাকিল, তানভীর ও নাসির ২টি করে উইকেট নেন।

ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর খেলোয়াড়রা হলেন : তারেকুর রহমান, আশরাফুল ইসলাম আশিক, অনুরাগ মিত্র, রাকিবুল হাসান, ফরহাদ বেপারী, নাসির আহমেদ, তানভীর আহমেদ, সিয়াম, শাকিল আহমেদ, আবদুল মোতালেব, আজহারুল ইসলাম, সাইদ হোসেন অমি, আয়মন ও মেহেদী হাসান। দলের অফিসিয়াল : শামিম ফারুকী, কোচ পলাশ কুমার সোম, সহকারী কোচ রাজন চৌধুরী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়